UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাড়ি বসেই বেড়িবাঁধের ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তরা চেক পেলেন

usharalodesk
জুন ১২, ২০২১ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বেড়িবাঁধের ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের বাড়ি এসে চেক বিতরণ করলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। শনিবার (১২ জুন) বেলা ১১টায় উপজেলার কদমতলা এলাকার সুনিল শিকারির বাড়ির সামনের বাঁধের উপর বসে ওই চেক বিতরন করেন তিনি।
এ সময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহীনুজ্জামান, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, ভূমি অধিগ্রহন কর্মকর্তা মমতাজ বেগম ও সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দালালদের খপ্পরে পরে আরো ক্ষতিগ্রস্ত হয়। তাই তারা যাতে হয়রানি ছাড়া অধিগ্রহনের টাকা হাতে পায় সেজন্য তাদের এলাকায় এসে চেক বিতরন করা হচ্ছে। এছাড়া এখনো যারা অধিগ্রহনের টাকা পাননি তাদের সরাসরি জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কাগজপত্র নিয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহীনুজ্জামান জানান, ৩৫/১ নং পোল্ডারের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন ও রেগুলেটর নির্মান প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহনে এ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে ৫৩ কোটি ৭৮ লাখ ৫১০ টাকার চেক বিতরণ করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)