UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলের নারীদের করোনায় গর্ভধারণ না করার পরামর্শ

usharalodesk
এপ্রিল ১৮, ২০২১ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষ দেশগুলোর অন্যতম ব্রাজিল। জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার ৩ নম্বরে রয়েছে ব্রাজিল।
ব্রাজিলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ৩৯ লাখ একশ ৩৪ জন এবং মারা গেছে ৩ লাখ ৭১ হাজার আটশ ৮৯ জন।
এ পরিস্থিতিতে ব্রাজিলের নারীদের উদ্দেশে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুরোধ করেছে, সম্ভব হলে করোনা মহামারি চলা কালিন গর্ভধারণ থেকে তারা যেন বিরত থাকে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাইমারি হেলথ কেয়ার সেক্রেটারি রাফায়েল কামারা এ পরামর্শ দিয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রাজিলের নারীদের উদ্দেশে কামারা পরামর্শ দিয়েছে, সম্ভব হলে আপনারা নারীরা এই করোনা মহামারির সময়ে গর্ভধারণ হওয়া থেকে বিরত থাকুন। পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হচ্ছে, ততদিন অপেক্ষা করুন- যেন গর্ভধারণে আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয়।
তবে ৪২-৪৩ বছর বয়সী নারীদের গর্ভধারণ থেকে বিরত থাকতে বলেননি তিনি। কম বয়সী নারীদের কাছে এই অনুরোধ জানান তিনি। কারণ হিসেবে বলেছেন, কম বয়সীরা চাইলে কিছু সময় অপেক্ষা করতেই পারে।

(ঊষার আলো- এম. এইচ)