UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাষা শহীদদের স্মরণে নড়াইলে লাখো প্রদীপ প্রজ্জ্বলন

koushikkln
ফেব্রুয়ারি ২১, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রতি বছরের ন্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ এই স্লোগানে ভাষা শহীদদের লাখো মঙ্গল ও মোমবাতি প্রদীপ জ্বালিয়ে স্মরণ করেছে নড়াইলবাসী।

সূর্যাস্তের সাথে সাথে ৬টা ৩ মিনিটে একুশের সন্ধ্যায় জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান মোমবাতি জ্বালিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বাংলা বর্ণমালা, আল্পনাসহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হবে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে।

সে সাথে ভাষা দিবসের ৭১তম বার্ষিকী ৭১টি ফানুষ ওড়ানো হয়। সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ পরিবেশনের মধ্য দিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বালন শুরু হয়।
নড়াইলের লাখো মোমবাতির এই আয়োজন দেখতে ঢাকা, যশোর, মাগুরাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ জড়ো হন।

নড়াইল একুশের আলো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু বলেন, ২৫ বছর ধরে আমরা এখানে ভাষাশহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করছি। লাখো মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে আমরা কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামিসহ অন্ধকার থেকে মুক্ত হতে চাই।

আয়োজকরা জানান, নড়াইল একুশ উদযাপন পরিষদ এর আয়োজনে ভাষাশহীদদের স্মরণে ১৯৯৭ সালে নড়াইলে এই ব্যতিক্রমী আয়োজন শুরু হয়। প্রথমবার ১০ হাজার মোমবাতি জ্বালিয়ে ভাষাশহীদদের স্মরণ করা হলেও প্রতিবছর এর ব্যাপ্তি বেড়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা, নড়াইল একুশের আলোর সহ সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, সদর থানার ওসি শওকত কবির, সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার পিতা গোলাম মোর্তজা স্বপন প্রমুখ।