UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশি উদ্ধার

usharalodesk
জুন ১৩, ২০২১ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ১৬৪ জন বাংলাদেশিসহ ৪৩৯ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ জুন) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বৃহস্পতিবার পৃথক দু’টি উদ্ধার অভিযান চালায় দেশটির কোস্টগার্ড। এ অভিযানে ৪৩৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার হন। তারা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।
লিবিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফের এক মুখপাত্র বলেন, ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর অভিবাসন প্রত্যাশীদের লিবিয়ার ত্রিপোলির নৌঘাঁটিতে আনা হয়। পরে তাদের লিবিয়ার অবৈধ অভিবাসন প্রতিরোধবিষয়ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, চলতি বছর দেশটির কোস্টগার্ড সমুদ্র থেকে ৯ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। এছাড়া একই বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত ভূমধ্যসাগরে ৮১৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)