UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মালোয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে সরাসরি পাসপোর্ট সেবা বন্ধ ঘোষণা

usharalodesk
জুন ৯, ২০২১ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনায় মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকে প্রবাসীরা শুধুমাত্র পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। বুধবার (৯ জুন) হাইকমিশন থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, হাইকমিশনের পাসপোর্ট সেবায় নিয়োজিত ৫জন কর্মকর্তা-কর্মচারি করোনায় আক্রান্ত হয়েছেন। একারণে দূতাবাসএই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

পূর্ণ লকডাউনের মধ্যেও সরাসরি পাসপোর্ট বিতরণের কার্যক্রম চালানো হয়েছে। সে কারণে এ সেবার সাথে জড়িত ৫০ শতাংশ কর্মকর্তা-কর্মচারি করোনায় আক্রান্ত হয়েছেন। তারা এখন চিকিৎসাধীন আছেন। এ অবস্থায় সেবা চালিয়ে গেলে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়তে পারে। তাই আপাতত এ সেবা শুধুমাত্র পোস্ট অফিসের মাধ্যমে চলবে। অনলাইনের মাধ্যমে প্রবাসীরা নির্দিষ্ট ফরম পূরণ করে ১৭টি পোস্ট অফিস থেকে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। এতে ১৭টি পোস্ট অফিসের তালিকাও যুক্ত করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)