UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় মেট্টো ট্রেনের সংঘর্ষে আহত দুইশ’

usharalodesk
মে ২৪, ২০২১ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মালয়েশিয়ায় দু’টি ভূগর্ভস্থ মেট্রো ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন দুইশ’ যাত্রী। দেশটির রাজধানী কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ারে কাছে স্থানীয় সময় রাত পৌঁনে ৯টায় এই দুর্ঘটনা ঘটে। পেট্রোনাস টাওয়ারের কাছে কেএলসিসি স্টেশন থেকে মাত্র ৩৩০ ফুট দূরে টানেলে এই দুর্ঘটনা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে এ খবর জানা যায়।
জেলা পুলিশ প্রধান মোহাম্মদ জয়নাল আবদুল্লাহ জানান, একটি ট্রেন মেরামত করা হচ্ছিল তাই কোনও যাত্রী ছিলেন না। একই লাইন দিয়ে বিপরীত দিক থেকে ২১৩ জন যাত্রী নিয়ে আরেকটি ট্রেন এসে ধাক্কা লাগলে এই সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ৪৭ জন গুরুতর আহত হয়েছেন এবং ১৬৬ জন সামান্য আঘাত পেয়েছেন।
মোহাম্মদ জয়নাল আরও বলেন, আমরা এখনও ঘটনাটি তদন্ত করছি। তবে ধারণা করা হচ্ছে অপারেশন কন্ট্রোল রুমে কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে।
সামাজিক মাধ্যমে দুর্ঘটনার প্রকাশিত ছবি ও ভিডিওতে অনেক যাত্রীর শরীরে রক্ত দেখা গেছে। এছাড়া ট্রেনের ভেতরে ভাঙা জানালার টুকরো ছড়িয়ে আছে।
পরিবহনমন্ত্রী উই কা সিয়ং বলেছেন, মালয়েশিয়ায় মেট্রো সিস্টেমের ২৩ বছরের মধ্যে এটিই প্রথম বড় কোনও দুর্ঘটনা।

(ঊষার আলো-এমএনএস)