ঊষার আলো রিপোর্ট: মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত ২ জন ও নিয়মিত মামলায় ৫ জনসহ ৭ জন গ্রেফতার হয়েছে।এছাড়া গাংনী থানায় ধর্ষণের অভিযোগে একটি ও মাদক উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।গেলো ২৪ ঘণ্টার পুলিশি অভিযানে এই আসামিদের গ্রেফতার ও মামলা দায়ের হয়েছে।
গ্রেফতারদের মধ্যে গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার ৩ জন ও জিআর মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১ জনসহ ৪ আসামিকে গ্রেফতার করেন। অপরদিকে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলা ২ জন ও আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলার ১ জনসহ ৩ জন আসামিকে গ্রেফতার করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) জুলফিকার আলীর নেতৃত্বে পুলিশের একাধিক টীম এই গ্রেফতার অভিযানে অংশ নেন।মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোলরুম এ তথ্য নিশ্চিত করেছেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, গাংনী উপজেলার দেবীপুর গ্রামের অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে নিজাম উদ্দীন নামের একজন মামলা দায়ের করেছেন।মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।গ্রেফতারদের শনিবার (১৮ জুন) সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
ঊষার আলো-এসএ