UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় একটি বাড়ি থেকে অজগর উদ্ধার 

usharalodesk
জুন ১৫, ২০২১ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : মোংলার একটি বসত বাড়ির খোপ  থেকে অজগর সাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সাপটি মেরে ফেললো ৫টি হাঁস আজ ১৫ জুন মঙ্গলবার সকাল ৮ টার দিকে মোংলা উপজেলা ৫নং সুন্দরবন  ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা বিধান হালদার এর বাড়ির খোপ থেকে অজগর সাপটিকে পাওয়া যায়।  খোপে থাকা  সাপটিকে স্বজনরা দেখতে পেলে স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে থাকা কাটাখালী টহল ফাঁড়ি ও ওয়াইল্ডটিম ও ভিটিআরটি কে খবর দিলে  এসে তারা অজগর সাপটিকে উদ্ধার করে।  উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন বলে জানান ওয়াইল্ডটিম প্রতিনিধি মোঃ সোহেল হাওলাদার।  এদিকে বনবিভাগের কাটাখালী ফাঁড়ির ওসি মেগনাথ বলেন”ওয়াইল্ডটিম আমাদের কাছে হস্তান্তর করলে আমরা যৌথভাবে সুন্দরবনে অবমুক্ত করি রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় তবে সাপটির ওজন ৬ কেজি এবং লম্বায় ৮ ফুট  আনুমানিক ৫ হাত হবে। উদ্বার কাজে এলাকাবাসী ওয়াইল্ডটিম ভিটিআরটি, বনবিভাগ, সুন্দরবন থেকে প্রতিনিয়ত লোকালয়ে আসা সাপগুলো উদ্ধার করে আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়। সুন্দরবনে অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন,কাটাখালী টহল ফরেস্ট ওসি সহ তার স্টাফবৃন্দ  ওয়াইল্ডটিম প্রতিনিধি মোঃ সোহেল হাওলাদার,চাঁদপাই সহ ব্যাবস্থাপনা সংগঠনের কেশিয়ার মোঃ আলামিন মোছাল্লি, ভিটিআরটি প্রতিনিধি মোঃছোরাপ হাং,সিপিপি সদস্য মোঃ মারুফ বাবু এছাড়াও এলাকাবাসী সহ আরও অনেকে।
(ঊষার আলো-আরএম)