UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মোংলায় ৩নং সংকেতে চলছে পণ্য খালাস

usharalodesk
জুন ১৪, ২০২১ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে সোমবার (১৪ জুন) মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে। লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এ কারণে দুই-তিন দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, হচ্ছে বৃষ্টিপাত। এর মধ্যেই স্বাভাবিকভাবে চলছে বন্দরের পণ্য খালাস।
সোমবার (১৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে মোংলায় কয়েক দফা বৃষ্টিপাত হয়েছে। মুষলধারার এ বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন নিচু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
তবে বৃষ্টিপাতে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্যবোঝাই-খালাস কাজ সাময়িক কিছুটা বিঘ্নিত হলেও পরবর্তী সময়ে তা স্বাভাবিক গতিতেই চলছে বলে জানিয়েছেন বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন। তিনি বলেন, ‘এই মুহূর্তে বন্দরে ছয়টি বিদেশি জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল), সার, চাল ও মেশিনারি পণ্য স্বাভাবিক গতিতে খালাস হচ্ছে।’
(ঊষার আলো-এমএনএস)