UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোশাররফ করিমসহ চার জনের বিরুদ্ধে মামলার তদন্ত শুরু

usharalodesk
আগস্ট ১১, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কুমিল্লায় মোশাররফ করিমসহ ৪ অভিনেতা এবং বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে করা মামলার তদন্ত শুরু করেছে পিবিআই।

বুধবার (১১ আগস্ট) এ বিষয়টি নিশ্চিত করেন পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এর আগে, ১৮ জুলাই কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬নং আমলি আদালতে অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

জানা গেছে, ‘হাই প্রেসার-২’ নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় ১৮ জুলাই কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলি আদালতে মানহানির মামলা করেন কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হোসাইনী।

মামলায় অভিনেতা মোশাররফ করিম, জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান এবং বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।

অন্যদিকে ওইদিন শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। এরপরে বিচারক চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে ১৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই কুমিল্লাকে নির্দেশ দেন।

(ঊষার আলো-আরএম)