UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাকিবের শাস্তি কমানোর আবেদন করল তার ক্লাব মোহামেডান

usharalodesk
জুন ১৩, ২০২১ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খেলার মধ্যে অসদাচরণ করে তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানার মধ্যে পড়া সাকিব আল হাসানের শাস্তি কমাতে আবেদন করেছে তার ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ইতোমধ্যে এই সংক্রান্ত একটি আবেদন জমা দিয়েছে ক্লাবটি।

মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ অব এডমিনিস্ট্রেশন কাজী ফিরোজ রশিদ এমপির স্বাক্ষরিত চিঠিতে এই দাবি জানিয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বরাবর আবেদন করা হয়েছে।

চিঠিতে বলা হয়, সাকিবের বিরুদ্ধে আনিত অর্থদণ্ড বহাল রেখে তার ৩ ম্যাচ নিষিদ্ধের বিষয়টি যেন প্রত্যাহার করা হয়। মাঠে এমন অসংলগ্ন আচরণ করাতে সাকিব গভীরভাবে অনুতপ্ত। কাজে তার শাস্তি যেন কমিয়ে দেওয়া হয়।’ শাস্তি কার্যকরের এক বিকল্প পথও বলে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর তা হলো- যদি শাস্তি কমানো নাও হয় সেক্ষে যেন তা পরে কার্যকর করা হয়।

গত শুক্রবার (১১ জুন) আবাহনীর বিপক্ষে ম্যাচে মুশফিকুর রহিমের বিরুদ্ধে জোরালো এলবিডব্লিউ আবেদনে সাড়া না পেয়ে স্টাম্প লাথি মেরে ভেঙে ফেলেন সাকিব।

(ঊষার আলো-এফএসপি)