UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাগরে বৈরি আবহাওয়ার কারনে দেশে থাকবে তিন দিনের গ্যাস সংকট

usharalodesk
জুন ১৪, ২০২১ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাগরে বৈরি আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় তিনদিন সারাদেশে গ্যাসের সংকট থাকবে। ১৪ জুন থেকে ১৬ জুন এ সংকট অব্যাহত থাকবে বলে সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বৈরি আবহাওয়ার ফলে সাগর উত্তাল থাকায় বিঘ্ন ঘটছে এলএনজি খালাসে। যার ফলে প্রতিদিন অন্তত ৪শ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হবে না। তাই ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত ৩ দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক কাজে গ্যাস সরবরাহ ব্যাহত হবে।
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল নুরুল্লাহ জানান, বৈরি আবহাওয়ার ফলে এলএনজি ঢুকতে পারছে না। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ দিন আবহাওয়া খারাপ থাকবে। তাই এলএনজি নামাতে পারবে না। এ কারণেই আগামী ৩দিন সারা দেশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। গ্রাহকদের জন্য এটা খুবই কষ্টদায়ক হলেও আমাদের কিছু করার নেই।