UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক চেয়ারম্যান পুত্রের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

usharalodesk
জুন ৫, ২০২১ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার চাঁদখালী তরুণ সংঘের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান পুত্র মনিরুল ইসলামের নামে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও অবিলম্বে তার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) বিকেলে চাঁদখালী বাজার প্রধান সড়কে চাঁদখালী তরুণ সংঘ এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। তরুণ সংঘের সভাপতি খশরু পারভেজ রিমনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান মামলার বাদী ডাঃ তানিয়া সুলতানার নানা খোকন গাজী ও মামা মিঠু গাজী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ ধরণের ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে বলে দাবী করেন তরুণ সংঘের আল-আমিন, মুশফিকুর রহিম ও আছাবুর রহমান। তারা মনিরুলের মুক্তি সহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি চাঁদখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুনছুর আলী গাজীর ছেলে ও চাঁদখালী তরুণ সংঘের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সাথে খুলনার লবণচরা এলাকার মৃত মঞ্জুরুল ইসলামের মেয়ে ডাঃ তানিয়া সুলতানার বিবাহ হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিয়ের পর তানিয়া মেডিকেলে পড়াশুনা করে ডাক্তারি পাশ করেন। তার মেডিকেলে পড়াশুনার জন্য কয়েক লক্ষ টাকা খরচ দেয় মনিরুল। ডাক্তারি পাশ করার পর মনিরুল তার স্ত্রী তানিয়াকে নিজ এলাকায় অর্থাৎ পাইকগাছার বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করার জন্য অনুরোধ করলে তা উপেক্ষা করে তানিয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসক হিসেবে কাজ শুরু করে। বর্তমানে তানিয়া কালিগঞ্জ উপজেলার বাঁশতলা গ্রামস্থ সুশান্ত বিশ্বাসের ছেলে সন্দিপ বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। বর্তমান তাদের ৬ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এরই জের ধরে এবং এলাকার একটি মহলের ইন্দনে ডাঃ তানিয়া মনিরুল ও তার পিতা-মাতাকে আসামী করে গত মঙ্গলবার সাতক্ষীরার কালিগঞ্জ থানায় যৌতুক ও মারপিটের অভিযোগ এনে মামলা করে। যার নং- ০১, তাং- ০১/০৬/২০২১ ইং। এ মামলায় পুলিশ ২ জুন বুধবার মনিরুলকে আটক করে। মনিরুল বর্তমানে এ মামলায় জেল হাজতে রয়েছে।

(ঊষার আলো-এমএনএস)