UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সালমান-অক্ষয়-অজয়সহ আরও ৩৫ তারকার বিরুদ্ধে মামলা

usharalodesk
সেপ্টেম্বর ৭, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান, অক্ষয় কুমার ও অজয় দেবগনসহ আরও ৩৫ তারকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২২৮ ধারায় মামলা হয়েছে। আর মামলাটি করেছেন দিল্লির আইনজীবী গৌরব গুলাটি।

তার দাবি যে, এই তারকাদের গ্রেফতার করা হোক।

ওই আইনজীবীর করা মামলায় সালমান, অক্ষয়, ও অজয় ছাড়াও ফারহান আখতার, অনুপম খের, মহারাজা রাভি তেজা, রাকুল প্রীত সিং, আল্লু সিরিশ ও চারমে কৌরদের মতো তারকাদের নাম উল্লেখ রয়েছে।

২০১৯ সালে হায়দ্রাবাদে এক নারী চিকিৎসককে গণধর্ষণের পর খুন করে পুড়িয়ে ফেলেছিল ৪ দুষ্কৃতিকারী। ভয়াবহ এ ঘটনায় তোলপাড় শুরু হয় সারা ভারতজুড়ে। সে সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের শিকার নারীর আসল নাম ও পরিচয় প্রকাশ করেছিলেন বহু মানুষ।

ভারতের প্রথম সারির অনেক অভিনেতা ও অভিনেত্রীরাও ওই নারীর নাম-পরিচয় ব্যবহার করে সমবেদনা জানিয়েছিলেন। আর যা আইনের চোখে অপরাধ। এর ভিত্তিতেই অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে মামলা করলেন আইনজীবী গৌরব গুলাটি।

এ আইনজীবীর মতে, কোনো ধর্ষণের ঘটনাতে ধর্ষনের শিকার নারীর নাম প্রকাশ করা যাবে না, আদালতে এই রায় দেওয়া হয়েছিল। আদালতের এ নির্দেশের অবমাননা করে তারকারা বুজিছেন তারা দেশের দায়িত্বশীল নাগরিক নন। সমাজের সামনে সঠিক উদাহরণ স্থাপন করতে ব্যর্থ হয়েছেন তারা।

দিল্লির সবজি মন্ডি পুলিশ স্টেশনে মামলাটি দায়ের করেন গৌরব গুলাটি। এ মামলাটির পিটিশন দায়ের করা হয়েছে দিল্লির টিস হাজারি কোর্টে। যদিও অভিযুক্ত তারকাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

(ঊষার আলো-এফএসপি)