UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

usharalodesk
মে ১৫, ২০২১ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সুন্দরবনের পশ্চিম রেঞ্জ (সাতক্ষীরা) এলাকায় বাঘের আক্রমণে রেজাউল ইসলাম (৪০) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মে) বিকেল ৩টার দিকে সুন্দরবনের নোটাবেকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে।
গাবুরা ইউনিয়িনের সোরা গ্রামের বাসিন্দা রেজাউল ইসলাম জানান, একটি নৌকায় রেজাউল ইসলামসহ নয়জন মধু সংগ্রহ করতে সুন্দরবনে যান। শুক্রবার (১৪ মে) বিকেলে রেজাউলকে বাঘে ধরে মেরে ফেলে। রেজাউলের মরদেহটি উদ্ধার করে বাকি মৌয়ালরা লোকালয়ে ফিরছেন। মোবাইল ফোনের মাধ্যমে তারা ঘটনাটি জানিয়েছেন।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, রেজাউল ইসলামের বাবা ইসলাম সরদারকেও ২০১৪ সালে বাঘে ধরে মেরে ফেলেছিল। নিহত রেজাউল ইসলামের মরদেহ নিয়ে লোকালয়ে ফিরছেন বাকি মৌয়ালরা।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বন কর্মকর্তা এম এ হাসান বলেন, সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন। শনিবার (১৫ মে) বেলা ১১টার দিকে নিহত মৌয়াল ও জীবিত বাকি মৌয়ালদের উদ্ধারের জন্য বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ সুন্দরবনের ভেতরে প্রবেশ করেছেন। তারা ফিরে আসার পর বিস্তারিত জানা যাবে।

(ঊষার আলো-এমএনএস)