UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনে বাঘের আক্রমণে জনবসতি এলাকায় মায়াবি হরিণ

usharalodesk
সেপ্টেম্বর ১৩, ২০২১ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : বাঘের আক্রমনের শিকার হয়ে প্রান রক্ষায় জনবসতি এলাকায় চলে এসেছে সুন্দরবনের একটি মায়াবী হরিন। আহত হরিনটিকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে আবার সুন্দরবনে ছেড়ে দিয়েছে  বন বিভাগ।
বাঘের আক্রমনের শিকার হওয়া  আহত হরিনটি সোমবার(১৩ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন  সংলগ্ন ঘাগরামারীর জনবসতী এলাকায় ঢুকে পড়ে।পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আহত হরিনটি উদ্ধার করে বন বিভাগ।
করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান,বাঘের আক্রমনের শিকার হয়েছিলো হরিনটি। গলায় বাঘের কামড়ের কারনে ক্ষত সৃষ্টি হয়ে পঁচন ধরেছিলো। তিনি জানান,পরে হরিণটি কে উদ্ধার করে করমজল প্রজনন কেন্দ্রে এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আবার দুপুরে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।
(ঊষার আলো-আরএম)