UsharAlo logo
বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের বড় পতনের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে

usharalodesk
জুন ৭, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ সোমবার (৭ জুন) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের বড় পতনের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স মোট ৬২ পয়েন্ট কমে ৫ হাজার ৯৭২ পয়েন্টে অবস্থান করছে এবং অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ৯ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট কমে যথাক্রমে ১২৮৯ ও ২১৯৫ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার ডিএসইতে ২ হাজার ৮৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। আগের দিনের চেয়ে ডিএসইতে ৫৮৬ কোটি টাকার লেনদেন কম হয়েছে। আগের কার্যদিবসে ডিএসইতে ২ হাজার ৬৬৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

অন্যদিকে সোমবার সিএসইতে ৯০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৬৯ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে মোট লেনদেন হয়েছিল ১৫৯ কোটি ৮৪ লাখ টাকা।

(ঊষার আলো-এফএসপি)