UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪ নভেম্বর থেকে ৪০তম বিসিএস’র দ্বিতীয় পর্যায়ের ভাইভা শুরু

usharalodesk
অক্টোবর ২১, ২০২১ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ৪০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৪ নভেম্বর থেকে। আর চলবে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

তার আগে ৪০তম বিসিএসের সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষা শুরু হয় গত ১৯ সেপ্টেম্বর ও চলে ১১ অক্টোবর পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদ এ তথ্য জানান।

তিনি জানান, ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার দ্বিতীয় পর্যায় (সাধারণ ও কারিগরি/ পেশাগত) শুরু হবে আগামী ৪ নভেম্বর হয়ে চলবে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ে সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের পাঁচ হাজার নয়শ ৭৪ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবে।

এর আগে শুধুমাত্র সাধারণ ক্যাডারের দুই হাজার চারশ ৬৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)