UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৭০ বছরের রেকর্ড ভেঙে অনন্য উচ্চতায় মোংলা বন্দর

usharalodesk
জুন ১, ২০২১ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : বাণিজ্যিক জাহাজ আগমনে ৭০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে দেশের দ্বিতীয় সামদ্রিক বন্দর মোংলা। চলতি অর্থবছরের ১ মাস বাকী থাকতেই অতীতের সকল রেকর্ড ভেঙে ৯১৩ টি বাণিজ্যিক জাহাজ এ বন্দরে নোঙর করেছে।
তবে বন্দর কর্তৃপক্ষের আশা ছিল ২০২০- ২১ অর্থবছরে মোংলা বন্দরে এক হাজার জাহাজ আগমন করবে। এখনও যেহেতু অর্থবছর শেষ হতে আরো ১ মাস বাকি আছে এখন দেখা যাক কি হয়! জুন মাসে ৮৭ টি জাহাজ বন্দরে ভিড়লেই এক হাজার জাহাজ আগমনের নতুন মাইলফলক অতিক্রম করবে দেশের দ্বিতীয় বৃহত্তম মোংলা সমুদ্র বন্দর।
বন্দরের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান জানান, ২০২০-২১ অর্থবছরের প্রথম ৬ মাসে মোংলা বন্দরে জাহাজ এসেছে ৫১৯ টি। ২০২১ সালের জানুয়ারী মাসে বন্দরে জাহাজ আগমনের সংখ্যা ছিল ৯৮ টি, ফেব্রুয়ারিতে ৮৫ টি, মার্চে ৭০ টি, এপ্রিলে ৮৬ টি এবং মে মাসে এসেছে ৫৫ টি। সবমিলিয়ে চলতি অর্থবছরের ১১ মাসে মোট জাহাজ আগমনের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৩টি।
তিনি আরো বলেন, বন্দর প্রতিষ্ঠার ৭০ বছর পার হলেও এত বিপুল সংখ্যক জাহাজ বন্দরে আসেনি। বন্দরের উন্নয়নে বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন হওয়ায় বন্দরে বেশী সংখ্যক জাহাজ আগমনের পাশাপাশি আমদানি রপ্তানি বাণিজ্যে এক নতুন অধ্যায় রচিত হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা জানান, করোনার সংক্রমণের কারনে সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে স্থবিরতা নেমে আসলেও মোংলা বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে। আমরা ২৪ ঘন্টা সেবা দিয়েছি। আমাদের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে বন্দর ব্যবহারকারীরা এ বন্দর ব্যবহারে আকৃষ্ট হচ্ছেন। সবাইকে যার যার অবস্থান থেকে মোংলা বন্দরের উন্নয়নে কাজ করার আহ্বান জানান বন্দরের এই কর্মকর্তা।
(ঊষার আলো-আরএম)