UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে করোনায় একদিনে ৫০ চিকিৎসকের মৃত্যু

usharalodesk
মে ১৮, ২০২১ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতে করোনায় আক্রান্ত হয়ে ১ দিনে ৫০ জন চিকিৎসক মারা গেছে। গত রোববার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির চিকিৎসকদের জাতীয় পর্যায়ের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশেন (আইএমএ)।
মঙ্গলবার এক বিবৃতিতে আইএমএর পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে চলমান করোনার দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত ২৪৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৬ মে রোববার ১ দিনেই দেশজুড়ে মারা গেছে ৫০ জন চিকিৎসক।
মৃত চিকিৎসকের মাত্র ৩ শতাংশ করোনা টিকার ২ ডোজই নিয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইএমএ।
আইএমএর সাধারণ সম্পাদক ডা. জয়েশ লেলে ভারতের সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দেশজুড়ে ১ দিনে ৫০ জন চিকিৎসকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এর মধ্যে দিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের মেয়াদে মৃত চিকিৎসকদের সংখ্যা দাঁড়াল ২৪৪ জনে।
তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে সবচেয়ে বেশি চিকিৎসক মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতের ৩ টি রাজ্যে—বিহার, উত্তরপ্রদেশ ও দিল্লি। বিহারে এ পর্যন্ত মারা গেছে ৬৯ জন চিকিৎসক, উত্তরপ্রদেশে ৩৪ এবং দিল্লিতে ২৭ জন চিকিৎসক মারা গেছে।
গত বছর করোনায় আক্রান্ত চিকিৎসকদের মধ্যে মোট ৭৩৬ জন মারা গিয়েছিলেন বলে জানিয়েছে জয়েশ লেলে। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশটির প্রায় ১ হাজার জন চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
আইএমএর পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যেন টিকার ডোজ পান, তা নিশ্চিত করতে সাধ্যমত সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে সংগঠনের পক্ষ থেকে।
এনডিটিভি বলেছে, আইএমএ করোনায় ভারতে প্রায় ১ হাজার চিকিৎসকের মৃত্যুর কথা জানালেও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে কারণ ভারতে বর্তমানে কর্মরত চিকিৎসকের সংখ্যা ১২ লাখেরও বেশি। তাদের মধ্যে প্রায় সাড়ে ৩ লাখ সদস্যের তথ্যই শুধু নথিবদ্ধ করে আইএমএ।

(ঊষার আলো- এম.এইচ)