UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জেবুন্নেসার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে : দুদক

usharalodesk
মে ২০, ২০২১ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্যথায়, এ বিষয়ে কোনও ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। জেবুন্নেসার অনিয়মের বিষয়ে দুদক কোনও ব্যবস্থা নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (২০ মে) দুপুরে দুদক কমিশনার মো. জহুরুল হক এসব কথা বলেন।
দুদক কমিশনার বলেন, ‘এমনি বললে হবে না। এখানে এত বিঘা ও বিদেশে এত সম্পত্তি এটা বললে হবে না। জমি থাকলে কোন জায়গায়, টাকা কোন হিসাবে, এরকম সুনির্দিষ্ট তথ্য দিতে হবে। সেই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আমরা খতিয়ে দেখবো।
উল্লেখ্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ‘নথি চুরি’র অভিযোগে সোমবার (১৭ মে) রাজধানীর শাহবাগ থানায় সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ড. শিব্বির আহমেদ ওসমানী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। রোজিনা ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়। রোজিনা ইসলাম বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন। এ ঘটনায় স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমের নাম ব্যাপক আলোচিত হয়।

(ঊষার আলো-এমএনএস)