UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমি কখনো কোনো অন্যায় আবদারকে প্রশ্রয় দিইনি

usharalodesk
জুন ৬, ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। তবে সাম্প্রতিক সময়ে সিনেমায় তাকে খুবই কমই দেখা যাচ্ছে। গত ৪ জুন ‘হইচই’ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘পাপ’-এর দ্বিতীয় সিজন। মা হওয়ার পর এই ওয়েব সিরিজেই প্রথম কাজ করেছে পূজা।
সিনেমা ও সিনেমার বাইরের দুনিয়া নিয়ে সম্প্রতি আনন্দবাজার পত্রিকার সঙ্গে কথা বলেছে পূজা। মা হওয়ার পর শারীরিক গঠনে পরিবর্তন নিয়ে সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘শুভশ্রীর মতো ট্রলড হওয়ার কোনো অভিজ্ঞতা হয়নি আমার। কেউ কেউ বলেছে, আগের থেকে ওজন বেড়েছে। কিন্তু এ ধরনের কথা আমি খুব একটা গায়ে মাখি না। আমি ব্রেস্টফিড করাই। আমার সন্তানকে সুস্থ রাখতে গেলে আমাকেও ভাল করে খাওয়াদাওয়া করতে হবে। তাই শুধু মাত্র নিজের চেহারার গঠনের কথা ভাবলে আমার চলবে না।’
বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজের জন্য অনেকবার অডিশন দিয়েছে পূজা। সেখানে কাস্টিং কাউচের অভিজ্ঞতা হয়েছে তার। সেই অভিজ্ঞতা সম্পর্কে পূজা বলেছেন, ‘আমি কখনো কোনো অন্যায় আবদারকে প্রশ্রয় দিইনি। ভাল কাজ করার জন্য কারো শয্যাসঙ্গিনী হতে পারব না। এমন অনেককেই চিনি যারা কাজ পাওয়ার আশায় ভুল পথে হেঁটেছে। কিন্তু শেষমেশ কাজ না পেয়ে ‘মিটু’ অভিযোগ এনেছে।’

(ঊষার আলো- এম.এইচ)