UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরীমনি-সাকলায়েনের ভিডিও সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

usharalodesk
আগস্ট ২৫, ২০২১ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি ও পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও সব প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সাথে ওই ঘটনা নিয়ে করা সব প্রতিবেদনও সরানোর নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

বুধবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়া নুহাইয়া আহমেদ আদালতে এ রিট দায়ের করেন। রিটে তথ্য মন্ত্রণালয় এবং বিটিআরসিসহ সশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আইনজীবী তাসমিয়া জানান, ‘সব মাধ্যম থেকে চরিত্রহানিকর রিপোর্ট-ব্যক্তিগত ছবি-ভিডিও সরিয়ে ফেলার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)