UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রমজানে দরিদ্র পরিবারের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১২১ কোটি টাকা বরাদ্দ

usharalodesk
মার্চ ২৫, ২০২১ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের দরিদ্র ও দুস্থ পরিবারের সাহায্যার্থে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ১২১ কোটি ৬৪ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এ বরাদ্দ প্রদান করা হয়। দেশের ৬৪টি জেলার ৪ হাজার ৫৬৮ টি ইউনিয়নের প্রতিটিতে ২ লক্ষ ৫০ হাজার টাকা হারে মোট ১১৪ কোটি ২০ লক্ষ টাকা মানবিক সহায়তা হিসেবে প্রদানের জন্য অর্থ ছাড় করা হয় । সারাদেশের ৩২৮ টি পৌরসভার অনুকূলে মোট ৫ কোটি ৬৭ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয় । এর মধ্যে এ ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য ২ লক্ষ টাকা, বি ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সি ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য ১ লক্ষ টাকা হারে বরাদ্দ প্রদান করা হয়।

এছাড়াও ঢাকা দক্ষিণ ও উত্তর, গাজীপুর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য ৭ লক্ষ টাকা হারে বরাদ্দ দেয়া হয় । ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনের প্রতিটির জন্য ৫ লক্ষ টাকা হারে বরাদ্দ দেওয়া হয় । এছাড়া দেশের ৬৪ টি জেলায় এ ক্যাটাগরি ২ লক্ষ, বি ক্যাটাগরি ১ লক্ষ পঞ্চাশ হাজার এবং সি ক্যাটাগরি জেলার জন্য ১ লক্ষ টাকা হারে মোট ১ কোটি ৭৭ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে । মুজিববর্ষে করোনা পরিস্থিতিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ এবং অসহায় পরিবারকে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তার জন্য এ অর্থ ব্যয় করা যাবে।

 

(ঊষার আলো-আরএম)