UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধামরাইয়ে বানরের দলও পাবে সরকারি খাবার

usharalodesk
অক্টোবর ২৫, ২০২১ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢাকার ধামরাইয়ে বসবাসরত বানরের পালের দেখভালের জন্য সরকারি-বেসরকারি কোনো উদ্যোগ ছিল না। তাই খাদ্য সংকটে ভুগছিলো প্রাণীগুলো। অবশেষে বানরদের দুঃখ দূর হচ্ছে। এসব প্রাণীদের জন্য প্রতি মাসবাবদ ৩০ হাজার টাকা করে বছরে ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। উপজেলার রাজস্ব খাত থেকে এ অর্থ ব্যয় করা হবে বলে জানা গেছে।

গত ২৮ সেপ্টেম্বর ‘প্রকৃতভাবে বিদ্যমান বানর রক্ষায় অর্থ ব্যয়ের অনুমোদন’ বিষয়ের ওপর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও বাংলাদেশ সচিবালয় বরাবর আবেদন করা হয়।

রোববার(২৪ অক্টোবর) সচিব মো. সামছুল হক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপযুক্ত এবং স্মারকের ভিত্তিতে ঢাকা জেলার ধামরাই উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে খাবার বাবদ প্রতি মাসে ৩০ হাজার টাকা বিধি মোতাবেত ব্যয়ে প্রশাসনিক অনুমোদনের জন্য নির্দেশ দেওয়া হলো।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, গত ১ মাস আগে আবেদন করেছিলাম। আবেদনটি অনুমোদন দেওয়া হয়েছে। এরকম ইতিবাচক সিদ্ধান্তে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি।

(ঊষার আলো-আরএম)