UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জিএমআর নার্সিং ইনস্টিটিউট এর ১১ তম ব্যাচের ওরিয়েন্টেশন

koushikkln
নভেম্বর ১৪, ২০২১ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে যেতে দক্ষ নার্স তৈরির লক্ষ্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আগামির বাংলাদেশের মানুষের স্বাস্থ্য যাদের হাতে থাকবে নিরাপদ এমন নার্স তৈরিতে অবদান রাখছে খুলনার প্রথম বেসরকারি নার্সিং ইনস্টিটিউট জিএমআর নার্সিং ইনস্টিটিউট। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত নার্সের বিকল্প নাই। সবার উপরে সেবার মানসিকতা ও সুন্দর অমায়িক ব্যবহার একজন অসুস্থ মানুষকে দিতে পারে সুস্থ প্রাণবন্ত জীবন।

শনিবার (১৩ নভেম্বর)  জিএমআর নার্সিং ইনস্টিটিউট এর নার্সিং সায়েন্স ১১ তম ব্যাচ ও মিডওয়াইফারি ১ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ডা. গাজী মিজানুর রহমান। জিএমআর নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ কণক প্রভা বালার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সোনাডাংগা থানা কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম , ডা. গাজী মিজানুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া তোহিদুল ইসলাম , ট্রয় আন্ডারসন নির্বাহী স্পিক আপ। বক্তব্য রাখেন জাকিয়া সুলতানা পরিচালক জিএমআর নার্সিং ইনস্টিটিউট।

অনুষ্ঠানের শুরুতে ছিল পবিত্র কোরআন, গীতা, বাইবেল পাঠ ও জাতীয় সঙ্গীত। নবাগত ছাত্র-ছাত্রীদের জন্য শুভেচ্ছা সঙ্গীত পরিবেশন করেন ২য় বর্ষের ছাত্র ছাত্রীবৃন্দ। সঞ্চালনায় ছিলেন নার্সিং ইনস্ট্রাক্টর পিংকি বাছাড়, রাজীব কুমার মন্ডল ও মিতা হালদার।