UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘দাঁতের বদলে’ গল্প অবলম্বনে তৈরি শর্টফিল্ম ‘কাঁটা’

pial
ডিসেম্বর ৬, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শীতল গঙ্গোপাধ্যায় রচিত ‘দাঁতের বদলে’ গল্প অবলম্বনে নির্মিত হলো সাহিত্যনির্ভর এক্সপেরিমেন্টাল শর্টফিল্ম ‘কাঁটা’। শর্টফিল্মটির মূল ভূমিকায় আছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ আনন্দ খালেদ।

শর্টফিল্মটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। কাজ প্রসঙ্গে পরিচালক ইলান বলেন, এখন সব ট্রেন্ডি এবং ভিউর কাজ হচ্ছে। এ গল্পটি শোনার পরই মনে হয়েছে এটি দর্শকদের সামনে তুলে ধরা যায়। সেখান হতেই কাজটি করা। কিছু কাজ থাকে যেগুলো করতে পারলে ভেতর থেকে আলাদা এক তৃপ্তি আসে। এ কাজটি তেমনই একটি কাজ।

অভিনেতা আনন্দ খালেদ বলেন, দারুণ তৃপ্তি পেয়েছি এ কাজটি করে। আগের রাতেই আমরা সকলে নবাবগঞ্জ চলে যাই। সেখানে ভোর ৬টার আগে শুট শুরু করি, যে কোনো ধরনের এক্সপেরিমেন্টাল কাজ আমার ভীষণ ভালো লাগে।
আনন্দ খালেদ ছাড়াও শর্টফিল্মটিতে আরও অভিনয় করেছেন রেজমিন সেতু, সাহেদ ওসমান রুমেল, জুথি আঁখি ও মাসুম বাশার প্রমুখ।
লুসা মির্জার প্রযোজনায় শর্টফিল্মটি ঢুলি ড্রামা ইউটিউব চ্যানেল হতে মুক্তি পেয়েছে।

(ঊষার আলো-এফএসপি)