UsharAlo logo
বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগানবাহিনীর সাথে সংঘর্ষে ২৬১ তালেবানের মৃত্যু

usharalodesk
জুলাই ১৪, ২০২১ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৬১ জন তালেবান নিহত হয়েছে। একই সাথে তাদের বহু অভিযানের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেন। তারা জানান, দেশটির বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবানের ২৬১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার তালেবান বামিয়ান প্রদেশের সায়ঘান জেলা, গজনির মালিস্তান, ফারাহ প্রদেশের পুর চমন ও খোস্ট প্রদেশের মুসা খেলের নিয়ন্ত্রণ নিয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৬১ জন তালেবানকে হত্যার দাবি করা হয়।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে শত্রুরা হামলা চালাচ্ছে সেসব এলাকাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব এলাকা রক্ষা ও সেখানে অভিযান পরিচালনায় কর্মসূচি রয়েছে। সম্প্রতি তালেবানের পক্ষ থেকে জানানো হয়, দেশের ৮৫ শতাংশ এলাকা সংগঠনটির নিয়ন্ত্রণে রয়েছে।  আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণার পর দেশের বিভিন্ন এলাকা দখলে নেওয়া শুরু করে তালেবান।

(ঊষার আলো-আরএম)