UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপারের পেট্রোম্যাক্স তেল কোম্পানী পরিদর্শন

koushikkln
সেপ্টেম্বর ২৭, ২০২২ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার ‘পেট্রোম্যাক্স তেল রিফাইনারী লিঃ’ পরিদর্শন করেছেন এবং বাগেরহাটে কমিউনিটি পুলিশিং সভায় অংশ নিয়েছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে পরিদর্শনকালে পুলিশ সুপার শিল্প মালিক, শ্রমিক প্রতিনিধিদের সাথে কারখানা সংশ্লিষ্ট সার্বিক বিষয়ে আলোচনা করেন। তিনি দেশের চলমান বিভিন্ন সংকটে বাংলাদেশ সরকারের পাশে থেকে প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করতে সকলকে অনুরোধ জানান। কোন স্বার্থান্বেষী মহল যাতে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে শ্রমিকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ প্রদান করেন। এসময় তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রম ও এর গুরুত্ব সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন। এছাড়াও তিনি শ্রমিকদের বেতন ভাতা যথাসময়ে পরিশোধ করতে কর্তৃপক্ষকে অনুরোধ জানান। শিল্প প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা ও সেবায় আই পি-৬ খুলনা সর্বদা প্রস্তুুত আছে বলে তিনি আশ্বস্থ করেন। পরবর্তীতে পুলিশ সুপার, কারখানার বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এসময় তিনি কর্মরত শ্রমিক ও স্টাফদের সাথে কথা বলেন। এসময় অত্র প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তা-কর্মচারী ও সহকারী পুলিশ সুপার সাইকুল আহমেদ ভূইয়াসহ অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

ঊআ-বিএস