UsharAlo logo
বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইফতারের জন্য থামল ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা

usharalodesk
মে ৬, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রোজা রাখা অবস্থাতেই ফুটবল ম্যাচে অংশ নিয়েছিলেন লেস্টার সিটির দুই মুসলিম ফুটবলার ফোফানা ও কৌইয়াত।

খেলা চলা অবস্থাতে ইফতারির সময় হলে তাদের রোজা ভাঙতে হঠাৎ করেই ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা ৩০ মিনিট বন্ধ করে দেয়া হয়।

ফোফানা ও কৌইয়াতকে ইফতারির সুযোগ করে দিতে ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতা বলে কিক না করে লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকেন। অবশ্য খেলা শুরু হওয়ার আগেই দুই দল এই ব্যাপারে রেফারি গ্রাহাম স্কটের সাথে কথা বলে নেয়।

রোজা রেখে খেলেই ওই ম্যাচ জয়ী হয় ফোফানা ও কৌইয়াতদের দল লেস্টার সিটি। মুসলিম ফুটবলারকে ইফতারির সুযোগ করে দেওয়ার জন্য হয়তো এ প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগে কোন ম্যাচ বন্ধ রাখা হলো।

(ঊষার আলো-এফএসপি)