UsharAlo logo
মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চামড়া শিল্পের খেলাপি ঋণ পুনঃতফসিল ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে

usharalodesk
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ ব্যাংক সাভারে স্থানান্তরিত চামড়া শিল্প প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দিতে সময়সীমা চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে ব্যাংকটি।

দ্বিতীয় দফায় করোনার বিরূপ প্রভাব দেখা দেওয়ায় ঋণ গ্রহীতাদের ব্যবসা পুনরায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় এককালীন পরিশোধ বা পুনর্গঠন/পুনঃতফসিল সুবিধা নিতে ইচ্ছুক গ্রাহক কর্তৃক ডাউন পেমেন্টের অর্থ নগদে জমাদান সাপেক্ষে আবেদন দাখিলের জন্য চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলো।

তার আগে, চলতি বছরের ৬ জানুয়ারি এক সার্কুলারে এককালীন পরিশোধ বা পুনর্গঠন/পুনঃতফসিল সুবিধা নিতে ইচ্ছুক গ্রাহক কর্তৃক নগদে ডাউন পেমেন্টের অর্থ পরিশোধ সাপেক্ষে ৩১ মার্চ পর্যন্ত আবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। পরবর্তীসময়ে ৩০ জুন ও পরে ৩০ সেপ্টেম্বর পর‌্যন্ত বাড়ানো হয়েছিল।

(ঊষার আলো-এফএসপি)