UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন

usharalodesk
মে ৬, ২০২১ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি ও শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে শহরের পায়রা চত্বরে বাম গণতান্ত্রিক জোট ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী চাল ডাল পিঁয়াজ ভোজ্য তেলের দাম বৃদ্ধি করা হয়েছে এদের রোধ করতে হবে। তাছাড়া ঈদের আগে সকল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বোনাস পরিশোধ করার দাবি জানান।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের নেতা স্বপন বাকচী, অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক সাহিদুল এনাম পল্লব, বাম গণতান্ত্রিক জোটের সদস্য শারমিন সুলতানা, মমিনুর রহমান মৃদুল, রুবিনা খাতুন ,আসাদুর রহমান প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)