UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নড়াইলে রাতের আঁধারে বিষ দিয়ে মাছ নিধন

usharalodesk
মে ১৭, ২০২১ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নড়াইলের কালিয়া উপজেলায় মো: মাহমুদ নামে এক কৃষি খামারির পুকুরে রবিবার (১৬ মে) রাতের আঁধারে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে ১৫ হাজার টাকার মাছ মরে গেছে বলে তিনি দাবি করেন। উপজেলার খাশিয়াল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী মাহমুদ নড়াগাতি থানায় সাধারন ডায়েরি করেছেন।
ভুক্তভোগী মাহমুদ জানান, আমি সরকারি প্রশিক্ষণ নিয়ে নিজ জমিতে মাছ, মুরগী ও গরু লালন পালন করে থাকি। সরকারি নিবন্ধনকৃত মধুমতি মৎস সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এ নিয়ে কিছুদিন যাবত আমার বাড়ির পাশের কিছু লোকজন আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে বিভিন্ন সময়ে ক্ষতি করার চেষ্টা করে। সবশেষ সোমবার (১৭ মে) সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে আছে।
তার দাবি, বিষ প্রয়োগে তার পুকুরের ১৫হাজার টাকার মাছ মেরে ফেলা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে নড়াগাতি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিমুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুখসানা খাতুন জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঊষার আলো-এমএনএস)