UsharAlo logo
মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে লেনদেনে সূচকের পতন

usharalodesk
অক্টোবর ১৮, ২০২১ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ সোমবার (১৮ অক্টোবর) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা ছয় কার্যদিবস সূচকের পতন হলো পুঁজিবাজারে।

তবে এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৯ পয়েন্ট কমে ৭ হাজার ৯৭ পয়েন্টে অবস্থান করছে। আর অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ২১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট কমে যথাক্রমে ১৫২৫ ও ২৬৭৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ১ হাজার ৩৯৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে আজ ২৬২ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ১ হাজার ৬৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে ৩৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৩টি কোম্পানির ও কমেছে ৩২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ৩১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৭০৭ পয়েন্টে। আজ সিএসইতে হাত বদল হওয়া ৩০৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৫টির ও কমেছে ২৫৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির কোম্পানির শেয়ার দর।

সোমবার সিএসইতে ৭৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। আগের দিনের চেয়ে ১১ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল মোট ৬৩ কোটি ৮২ লাখ টাকার।

(ঊষার আলো-এফএসপি)