UsharAlo logo
বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে কত ব্যবধানে জিততে হবে?

usharalodesk
অক্টোবর ২১, ২০২১ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ শেষ ম্যাচে বাংলাদেশ খেলছে টানা দুটি ম্যাচ হারা পাপুয়া নিউ গিনির সাথে। বাংলাদেশ যদি তিন বা তার বেশি রানে জিতে যায়, তাহলে নিশ্চিতভাবে উঠে যাবে পরের ধাপে। অন্য ম্যাচের ফলের দিকে আর তাকাতে হবে না।

আর স্কটল্যান্ড জিতলে ওমানকে নিতে জানাতে হবে বিদায়। তবে ওমান যদি এক রানেও জিতে যায় তাহলে স্কটল্যান্ডকে তাদের নেট রান নিয়ে যাবে গ্রুপের তিন নম্বরে।

যদি ওমান ১০ রানে জেতে, তবে বাংলাদেশকে গ্রুপের চ্যাম্পিয়ন হতে ১৫ বা তার বেশি রানে জিততে হবে।

এবং বাংলাদেশ যদি পাপুয়া নিউ গিনির কাছে হেরে যায়, তবে তাদের আশা করতে হবে যেন ওমান স্কটল্যান্ডের কাছে হেরে যায় ও নেট রান রেটে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকে। ধরুন যদি বাংলাদেশ ১০ রানে হারে, তবে ওমানকে অন্তত ১৩ রানে হারতে হবে, তাহলেই বাংলাদেশ নেট রান রেটে এগিয়ে থাকবে।

(ঊষার আলো-এফএসপি)