UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে টিকা দিতে আন্তরিকভাবে চেষ্টা করছে মার্কিন রাষ্ট্রদূত

usharalodesk
মে ৬, ২০২১ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশকে করোনা টিকা দিতে আন্তরিকভাবে চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ ৬ মে বৃহস্পতিবার সকালে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মিলার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক শেষে সাংবাদিকদের এমন কথা জানিয়েছে মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি রাষ্ট্রদূতকে জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে ১ থেকে ২ কোটি টিকা পেতে চায় বাংলাদেশ। এর মধ্যে ৪০ লাখ টিকা দ্রুত সময়ের মধ্যে চাওয়া হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস এবং মার্কিন প্রবাসী বাংলাদেশিদেরও টিকার জন্য জোর লবিং করতে বলা হয়েছে।
ভারত থেকে বিশেষ উদ্যোগে বা যে কোনো উপায়ে টিকা পাঠানোর অনুরোধ করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত বলেছে ভারতে এখনো তারা টিকা পাঠায়নি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১২ মে চীনের টিকা আসবে। বাংলাদেশ নিজস্ব পরিবহন খরচে তা আনবে।

(ঊষার আলো- এম.এইচ)