UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে ২৪ ঘন্টায় ১১৫ জন করোনা পজেটিভ : মৃত্যু ৬

koushikkln
জুলাই ১৪, ২০২১ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : করোনা মহামারিতে বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় আরো ১১৫ জন পজেটিভ হয়েছেন। এ সময়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে ১ জন এবং উপসর্গ নিয়ে আরো ৫ জন মারা গেছেন। মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ৩৫৩ জনের নুমনা পরীক্ষা করা হয়েছে। এতে ১১৫ জন করোনা পজেটিভ হয়েছেন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন, ৪ হাজার ৯৭২ জন। আর মোট মারা গেছেন ১০২ জন। যা মঙ্গলবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিসের দেয়া হিসাব মতে।
বাগেরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মিরাজুল করিম জানান, হাসপাতালে করোনা পজেটিভ ১ জন ও উপসর্গ নিয়ে আরো ৫ জন মারা গেছেন। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির সকালে জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ৩৫৩ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এতে ১১৫ জন করোনা পজেটিভ হিসাবে সানক্ত হয়েছেন। এদিন সনাক্তের হার ৩২.৫৭ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৯৭২ জন সংক্রমিত হলেন। মঙ্গলবার সকাল পর্যন্ত বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে ৬০ জন রোগী ভর্তি রয়েছেন।