UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের ৬৪৫টি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

usharalodesk
জুন ১৮, ২০২১ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেছেন, আগামি ২০ জুন বাগেরহাট জেলার ৬৪৫ জন ভুমিহীন পরিবার সসরকারের দেয়া বিনামুল্যে বসতঘর বরাদ্দ পাবেন। যা জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অর্থাৎ মুজিব বর্ষের উপহার। এদিন দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করবেন। জেলার প্রতিটা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বসে প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠান উপভোগসহ কথা বলার সুযোগ রয়েছে। এখানে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত থাকবেন। শুক্রবার (১৮ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে ” আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগান নিয়ে ভুমিহীন ও গৃহহীন ক-শ্রেনীর পরিবার পুনবার্সন কার্যক্রম ২য় পর্যায়ে জেলায় মোট ৬৪৫টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। যার ইতোমধ্যে ৪৩৪টির নির্মান কাজ সম্পন্ন হয়েছে। বাকী ২২২টি নির্মাণ কাজ চলমান। স্ব-স্ব প্রকল্প বাস্তবায়ন কমিটি মনিটরিং করছেন। এর আগে প্রকল্পের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দও বাগেরহাটের নির্মানাধীন সকল ঘর পরিদর্শন করেছেন। আমি নিজেও তদারকি করেছি। যাতে করে এ ঘর নির্মানে কোন ধরনের অনিয়ম না হয়। প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শাহীনুজ্জামান, সদর উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম , এনডিসি মোঃ শাহাজান প্রেসক্লাব সম্পাদক আব্দুল বাকী তালুকদার, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।
(ঊষার আলো-এমএনএস)