UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে বৈধতা দিল এল সালভাদর

usharalodesk
সেপ্টেম্বর ৭, ২০২১ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মধ্য আমেরিকার দেশ এল সালভাদর ক্রিপটোকারেন্সি তথা বিটকয়েনকে তাদের বৈধতা দিয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে  ক্রিপটোকারেন্সিকে বৈধতা দিয়ে সম্ভাব্য ব্যবসায়িক লেনদেনেও বিটকয়েন ব্যবহারের কথা বলেছে দেশটির সরকার।

গতকাল সোমবার বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। কিন্তু বিটকয়েনকে বৈধতা দেওয়ায় দেশটিতে এখনও বিক্ষোভ করছেন অনেকে। রাজধানী সান সালভাদর এই বিক্ষোভকারীরা প্রতিবাদ জানান।

জনগণের একাংশ এটিকে যেমন বৈধতা দেওয়ার পক্ষে ছিলেন, তেমনি আরেকটি অংশ ছিলেন বিটকয়েন নিয়ে অনিশ্চয়তায়। অন্যদিকে দেশটির সরকার নিয়ন্ত্রিত ডিজিটাল ওয়ালেটে প্রত্যেক নাগরিককে ৩০ মার্কিন ডলার সমমূল্যের বিটকয়েন কেনারও সুযোগ দেওয়া হয়েছে।

দেশটির সরকার সারা দেশজুড়ে ২০০ মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এই মেশিনের মাধ্যমে বিটকয়েন ও ডলারকে একে অপরে রূপান্তর করা যাবে।

(ঊষার আলো-এফএসপি)