UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেসরকারী জুট মিল শ্রমিকদের শ্রম পরিচালকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি

koushikkln
জানুয়ারি ২, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনায় ব্যক্তি মালিকানাধীন জুট স্পিনার্স, মহসেন, সোনালী, এ্যাজাক্সসহ বন্ধকৃত জুট মিল চালু ও শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে ২ জানুয়ারি রবিবার খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে খুলনার বেসরকারী জুট মিল ও শিরোমনি হুগলী বিস্কুট কোম্পানীর শ্রমিকরা ।

কর্মসূচি চলাকালে শ্রমিক নেতারা বলেন, মালিকপক্ষ সবসময় চাইবে খেটে খাওয়া শ্রমিকদের ঠকাতে , শ্রমিকদের দেখভাল করার দায়িত্ব কলকারখানা ও প্রতিষ্ঠান উপমহাপরিদর্শকের কিন্তু খুলনার করকারখানা উপমহাপরিদর্শক মোঃ মাহফুজুর রহমান শ্রমিকদের ব্যাপারে কোন কিছুই করছেননা অফিসে গেলে তাকে পাওয়া যায়না , আটরা মিরেরডাঙ্গা শিল্প এলাকায় বর্তমানে তিব্র শ্রমিক অসন্তোষ বিরাজ করছে যে কোন সময় অনাকাংখিত ঘটনা ঘটলে এর দায়দায়িত্ব ওনাকেই নিতে হবে । শ্রমিক নেতারা বলেন শ্রমিকদের হারানোর কিছু নেই তাই বাধ্য হয়ে পাওনা পরিশোধের দাবিতে এবার আমাদের রাজপথে নামতে হচ্ছে । আগামি ৫ জানুয়ারী বুধবার খুলনা প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় অনশন কর্মসূচি , ৯ জানুয়ারী রবিবার সকাল ১০ টায় খুলনা যশোর মহাসড়কের শিরোমনি রাজপথ অবরোধ কর্মসূচি সফল করার আহবান জানান শ্রমিক নেতারা ।

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি সভাপতিত্ব করেন মহসেন জুট মিলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আমির মুন্সি জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা শাহ মনিরুল ইসলামের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী , সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা ইকবাল বিশ^াস, কাগজী ইকরাম হোসেন, আসাদুজ্জামান (আশা) , ৩৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ইকবাল হোসেন, মীর আনছার আলী, আবু তালেব, হাশেম গাজী, মোঃ আল মামুন গাজী, মেহেদী হাসান, মোঃ কেসমত আলী, মোঃ সোলায়মান, খায়রুল আলম, মোঃ আলাউদ্দিন, সবুর, আলম, আঃ রশিদ, হাছান, আতাউর,আবুল কাশেম, আবুল হোসেন, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক মোঃ ফরহাদ মোড়ল, মোঃ ই্য়াসিন আলী, মোঃ হাফিজ, জয়, মোঃ জিন্নাহ, আলি হামযা প্রমুখ ।