UsharAlo logo
বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে মিলিশিয়া বাহিনীর সাথে সেনাদের সংঘর্ষ

usharalodesk
জুন ২২, ২০২১ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নবগঠিত মিলিশিয়া বাহিনীর সাথে মিয়ানামরের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার(২২জুন)দেশটির ২য় বৃহত্তম শহর মান্দালেতে এ সংঘর্ষে দুজন হতাহত হয়েছে বলে জানিয়েছেন রয়টার্স। ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। তারপর থেকে দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভ চলে আসছে। ক্ষমতাচ্যুত দল এনএলডিসহ অন্যান্য রাজনৈতিক দলের পলাতক নেতারা সেনাবিরোধী বেসামরিক ছায়া সরকার গঠন করেছে। এই সেনাদের বিরুদ্ধে লড়তে ছায়া সরকার প্রতিরক্ষা বাহিনী গঠন করেছে। রয়টার্স জানান, এ পর্যন্ত ছোট শহর এবং প্রত্যন্ত এলাকাগুলিতে সেনাবাহিনীর সঙ্গে ছায়া সরকারের পিপলস ডিফেন্স ফোর্সের ছোটখাটো সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার মান্দালেতে একটি ঘাঁটিতে সেনারা হামলা চালালে এর জবাব দেন ডিফেন্স ফোর্স। পিপলস ডিফেন্স ফোর্সের ক্যাপ্টেন তুন তাউক নাইং জানান, ‘লড়াই শুরু হয়ে গেছে। আরও লড়াই হবে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, যেখানে লড়াই চলছে, সেখানে সেনাদের ৩টি সাঁজোয়া যান ছিল। ২০ সেনা সদস্য এ অভিযান চালিয়েছে। আরেকটি সংবাদমাধ্যম জানান, পিপলস ডিফেন্স ফোর্সের ৬ সদস্য আটক হয়েছে। আর দুই সেনা সদস্য নিহত হয়েছে।

(ঊষার আলো-আরএম)