UsharAlo logo
শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপসা মহাশ্মশান সংলগ্ন অবৈধ টয়লেট অপসারণ

usharalodesk
জুন ১৫, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা জেলা প্রশাসকের সহযোগিতায় রূপসা মহাশ্মশানে চিতা সংলগ্ন সুলতান গং কর্তৃক নির্মিত অবৈধ টয়লেট ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে অপসারণ করা হয়। এজন্য রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুফ আলী, সহকারী কমিশনার, ভূমি (সদর), কেসিসি কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, কাউন্সিলর মোজাফফর রশীদি রেজা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু।
এ সময় উপস্থিত ছিলেন রূপসা মহাশ্মশান ও কালী মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষ, সিনিয়র সহ-সভাপতি অরবিন্দ সাহা, সাধারণ সম্পাদক রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ, মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, বাবলু বিশ্বাস, অশোক ঘোষ, দুলাল সরকার, স্বপন কুমার মণ্ডল, ভোলানাথ দত্ত, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, বাবু শীল, সুশান্ত ব্যানার্জী, রূপম দে, অলোক দে, সুজিত মজুমদার, পাপ্পু সরকার, অভিজিৎ সরকার রাহুল, সুশীল দাস, সজল দাস, নারায়ণ দাস, রবিন দাস, শুভাগত দত্ত, রাজু শীল, বিপ্র দাস প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)