UsharAlo logo
বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুরুর আগেই থেমে গেল এলপিএল’র দ্বিতীয় আসর

usharalodesk
জুন ৬, ২০২১ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো স্পোর্টস : শুরুর আগেই স্থগিত হয়ে গেছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর। দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে দিন দিন। আর এ কারণেই অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এলপিএলের মাঠে গড়ানোর কথা ছিল ৩০ জুলাই থেকে। টুর্নামেন্টটির ফাইনাল হওয়ার কথা ছিল ১৬ ডিসেম্বর।
প্রথম আসর শেষ হওয়ার মাত্র ৮ মাসের মাথায় দ্বিতীয় আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল এসএলসি। কিন্তু করোনার প্রকোপে মাঠে গড়ানোর আগেই স্থগিত করতে হয়েছে এবারের টুর্নামেন্ট।
করোনার প্রকোপের মধ্যেই এলপিএলের প্রথম আসর আয়োজন করেছিল শ্রীলঙ্কা। তবে সেই অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। দফায় দফায় পেছানোর পরে অবশেষে মাঠে গড়িয়েছিল আসরটি। তবে করোনার কারণে একাধিক বিদেশি ক্রিকেটাররা নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। সরে দাঁড়িয়েছিলেন লাসিথ মালিঙ্গাও।
প্রথম আসরে অংশ নেই ৫টি দল। যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা স্ট্যালিয়ন্স। পুরো আসরের সব খেলা হয়েছিল হাম্বানটোটায়। ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রেখে আয়োজন করা হয়েছিল প্রথম আসর। গ্যালারিতে ছিল না দর্শকদের প্রবেশের অনুমতি।

(ঊষার আলো- এম.এইচ)