UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩০ হাজার পিস ইয়াবার চালানসহ গ্রেফতার ১

usharalodesk
জুলাই ২০, ২০২১ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা বিজিবি চেকপোস্টে ৩০ হাজার পিস ইয়াবার চালান ও একটি ইজিবাইকসহ পাচারকারি ধরা পড়েছে। মঙ্গলবার(২০জুলাই) সকালে ৩০ হাজার পিস ইয়াবার চালান উদ্ধার করেছে তল্লাশি ফাঁড়ির বিজিবি সদস্যরা। আটক পাচারকারি ইজিবাইকচালক হলেন, কক্সবাজারের রামু উপজেলার পশ্চিম চাকমারকুল গ্রামের বাসিন্দা আবুল কালাম (৪৫)।

রামুর বিজিবি-৩০ ব্যটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারুক ইব্রাহিম বলেন, টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা কারবারির দল কয়েক হাত বদল করেই টেকনাফ সড়ক দিয়ে এই ইয়াবার চালান পাচার করে থাকে। আমার জানতে পারি হাত বদলের মাধ্যমেই ব্যাটারিচালিত লাল রংয়ের ইজিবাইকযোগে ইয়াবার চালানটি মরিচ্যা তল্লাশি ফাঁড়ি অতিক্রম করার সুযোগের অপেক্ষায় ছিল। এরপর আজ (মঙ্গলবার) সকাল ৮টায় টেকনাফ থেকে কক্সবাজারমুখী যানবাহন তল্লাশির প্রস্তুতি নেন। এসময় পেছনে থাকা লাল রংয়ের ইজিবাইকটি উল্টো ঘুরে পালানোর চেষ্টাকালে ইজিবাইকটি আটক করা হয়। এরপর ইজিবাইকে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

(ঊষার আলো-আরএম)