UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আদালতের নির্দেশনার ওপর নির্ভর ৫৪ হাজার শিক্ষক নিয়োগ

usharalodesk
মে ২৪, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের বিষয়ে আদালতের নির্দেশনা না পাওয়া পর্যন্ত অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই এমনটি জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদ্য বিদায়ী চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন। সোমবার (২৪ মে) তিনি জানান, সবকিছুই প্রস্তুত। শুধুমাত্র আদালতের নির্দেশের অপেক্ষা। আদালত যদি স্থগিতাদেশ তুলে নেন, তাহলে যেকোনো মুহূর্তে ওই সুপারিশ করা যেতে পারে। তিনি আরও জানান, ১৬তম মৌখিক পরীক্ষার বিষয় নতুনভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি । শিঘ্রই নতুন চেয়ারম্যান আসবেন। ১৬তম নিবন্ধনধারীদের মৌখিক পরীক্ষার বিষয় সিদ্ধান্ত নেবেন তিনি। এখন এটি স্থগিত আছে। আশরাফ উদ্দিন জানান, আমরা অনেকভাবে চেষ্টা করেছি যেন ৩য় গণবিজ্ঞপ্তির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। আদালত ৩১ মে পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন। আদালতের নির্দেশনা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই।  তবে গণবিজ্ঞপ্তির সুপারিশ করে যেতে না পারাটা, আমাকে সব সময় ভোগাবে।

(ঊষার আলো-আরএম)