UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

koushikkln
মে ১৯, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষারআলো রিপোর্ট: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানের রচয়িতা, মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী ৮৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশের একটি অধ্যায়ের পরিসমাপ্তি হলো এবং দেশের যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদক মন্ডলীর সদস্য যথাক্রমে কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড শেখ সেলিম আখতার স্বপন, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ।