UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে গাজীরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে বর্ধিত সভা ও কর্মী সমাবেশ

usharalodesk
মার্চ ২৬, ২০২১ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ গাজীরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে বর্ধিত সভা ও কর্মী সমাবেশ বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে স্থানীয় এ, কে, এম মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম মোল্যার সভাপতিত্বে সাবেক ছাত্রলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোল্লা জালাল উদ্দীন।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিবৃন্দ, যথাক্রমে এ্যাড. কাজী বাদশা মিয়া, রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারন সম্পাদক বিশিষ্ট আইনজীবী এ্যাড. ফরিদ আহমেদ, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, শ্রম সম্পাদক মোজাফফর মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম লাবু, উপ দপ্তর সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট, উপ প্রচার সম্পাদক মোঃ খায়রুল আলম, জেলা সদস্য আজগর বিশ্বাস তারা, খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টরিয়া পারভীন সাথি, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোল্লা আকরাম হোসেন, দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ রেজা বাচা, বাঘারপাড়ার জামরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ টুটুল, গাজীরহাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, আব্দুল মান্নান মোল্লা, অলোক পাত্র, ডাঃ সোহরাব হোসেন, ডাঃ আশ্বিনী কুমার বিশ্বাস, মোঃ আব্দুল কুদ্দুস শেখ, বিদ্যুৎ কুমার বিশ্বাস, দেব রতন, শেখ রেজাউল হক, ডাঃ দীন মোহাম্মদ, আলী আহমদ মোল্লা, শেখ জাহাঙ্গীর হোসেন, বাবু অরুণ কুমার, মেহেদী হাসান মিশু, মনির মোল্লা, মনিমহন বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় এ্যাড. সুজিত অধিকারী বলেন, জননেত্রীর স্বাক্ষরকৃত প্রার্থী, নৌকা মার্কার প্রার্থী, সেই আমাদের প্রার্থী। নৌকা ও জননেত্রী শেখ হাসিনার সাথে কোন বিষয়ে আপোষ চলবেনা৷ নৌকাকে জয়ি করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী যারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নৌকার পক্ষে কাজ করার নির্দেশনা দেন। ব্যত্যয় ঘটলে তাদের বিরুদ্ধে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, তিনি বলেন।

(ঊষার আলো-এমএনএস)