UsharAlo logo
বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কপিলমুনিতে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

usharalodesk
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

পলাশ কর্মকার, কপিলমুনি : কপিলমুনিতে উদ্বোধন হয়েছে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (কেকেএসপি)র আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার।

প্রশিক্ষণ প্রদান করেন সাবেক জাতীয় ফুটবল প্রশিক্ষক মোঃ শামসুদ্দোহা চাঁদ। উপস্থিত ছিলেন লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, কেকেএসপির সভাপতি শেখ আঃ রশীদ, সাঃ সম্পাদক এম বুলবুল আহম্মেদ, ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মোস্তাফিজুর রহমান পারভেজ, পুলিশিং কমিটির সভাপতি সাধন ভদ্র, অধ্যাপক রেজাউল করিম খোকন, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম হেদায়েত আলী টুকু, সাবেক সহ সভাপতি জি এম আসলাম হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মিলন দাশ, সাংবাদিক আঃ সবুর আল আমীন, দৈনিক পূর্বাঞ্চলের নিজস্ব সংবাদদাতা পলাশ কর্মকার, এইচ এম শফিউল ইসলাম, এস কে আলীম প্রমূখ।

অনুষ্ঠানের প্রথম দিনে অত্রালাকার প্রায় ১৫০ জন খেলোয়াড়কে প্রশিক্ষণ দেওয়া হয়।