UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাকালীন সময়ে কেউই অনাহারে থাকবে না : এ্যাড. সুজিত অধিকারী

usharalodesk
মে ৭, ২০২১ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড: সুজিত অধিকারী বলেছেন, করোনাকালীন সময়ে কেউই অনাহারে থাকবে না। করোনা পরিস্থিতিতে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামের খেটে খাওয়া মানুষকে বাঁচিয়ে রাখতে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
কিন্তু করোনাকে পুঁজি করে বিরোধী শক্তি সরকার বিরোধী নানাবিধ অপকর্মে লিপ্ত রয়েছে। তারা দেশের মানুষের পাশে না দাঁড়িয়ে, মানুষকে ত্রাণ বিতরণ না করে শুধুমাত্র প্রেসব্রিফিং এর মাধ্যমে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। পরপর কয়েকটি নির্বাচনে তাদের ভরাডুবি হলেও তারা এখনও জনবিচ্ছিন্ন হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে কুৎসা রটিয়ে যাচ্ছে।
এ্যাড: সুজিত অধিকারী শুক্রবার (৭ মে) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে করোনাকালীন খাদ্য সামগ্রী বিতরণকালে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম. এ রিয়াজ কচি, শ্রম বিষয়ক সম্পাদক মোজাফ্ফর মোল্যা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লাবু, উপ প্রচার সম্পাদক খায়রুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ডাবলু, উপজেলা আ’লীগ নেতা সোহেল জোনায়েদ, ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী, ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোল্যা মনির হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তি পদ বসু, আ’লীগ নেতা ইসলাম, হাবিবুর রহমান, খায়রুল বাশার, যুবলীগ নেতা মৃনাল সরকার, ইউপি সদস্য শফিকুর রহমান, নীলমনি বিশ্বাস, হিরোন শিকদার, অনাদী রায়, অপু মল্লিক প্রমুখ।
এ্যাড: সুজিত অধিকারী ঘাটভোগ ইউনিয়নের ২শ’ পরিবার এবং শ্রীফলতলা ইউনিয়নে অর্ধশতাধিক পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করেন।

(ঊষার আলো-এমএনএস)