UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েটে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

“শহিদ বুদ্ধিজীবী দিবস” ও “মহান বিজয় দিবস” ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে ১৪ ডিসেম্বর সুর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০ঃ৩০ টায় শোক-র‌্যালি, ১১ঃ০০ টায় অডিটরিয়ামে আলোচনা সভা, বাদ আসর (০৪ঃ২০ টায়) কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান, সন্ধ্যা ৬ঃ০০ টায় আলোর মিছিল এবং ৬ঃ৩০ টায় অডিটরিয়ামে ভিডিও প্রদর্শিত হবে।

মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে ১৬ ডিসেম্বর সুর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসনমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ০৯ঃ৩০ টায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গণসংগীত, ১০ টায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য “দুর্বার বাংলা” এর পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ১০ঃ৪০ টায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, ১০ঃ৪০ টায় অডিটরিয়ামে আলোচনা সভা, বেলা ০৩:৩০ টায় প্রীতি ফুটবল ম্যাচ, বাদ আসর (০৪ঃ২০ টায়) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬ঃ০০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।